Sunday, August 27, 2017

National University Apply

National University                       Apply

Sunday, August 20, 2017

Jahangirnagar University Admission




গুরুত্বপূর্ণ তারিখ সমুহঃ

অন-লাইন আবেদনের শেষ তারিখ

:

২১ সেপ্টেম্বর ২০১৭ রাত ১১:৫৯ মিনিট

আবেদন ফি পরিশোধের শেষ তারিখ

:

২৬ সেপ্টেম্বর ২০১৭ রাত ১১:৫৯ মিনিট

প্রবেশপত্র সংগ্রহের শেষ তারিখ

:

৩০ সেপ্টেম্বর ২০১৭ রাত ১১:৫৯ মিনিট

ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

:

০৮-১০-২০১৭ থেকে ১৮-১০-২০১৭ তারিখ পর্যন্ত (বিস্তারিত সময়সূচি ও আসনবন্টন পরবর্তীতে সংবাদপত্র এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে)

২০১৭-১৮ শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।
আবেদন করতে  APPLY মেনুতে ক্লিক করুন।

All University Admission- 2017

Friday, August 18, 2017

সকালে স্কুল হলেই ক্ষতি বেশি

এশিয়ার খুদে শিক্ষার্থীদের জন্য এ নিয়মিত এক দৃশ্য। ছবি: পিন্টারেস্ট

প্রতিদিন সকালে প্রায় প্রতি ঘরেই এ দৃশ্য দেখা যায়। ঘুমে কাদা হয়ে আছে শিশু-কিশোরেরা। তাদের ঘুম থেকে টেনেহিঁচড়ে তুলে দিচ্ছেন বাবা-মা। একটু পরেই স্কুল শুরু হবে। মুখ ধোয়া, নাশতা খাওয়া, ব্যাগ গোছানোকত কাজ বাকি! ঘুম-জড়ানো চোখ ডলতে ডলতে স্কুলে হাজির হয় শিশুরা, ঘুমের তৃষ্ণা নিয়েই। গবেষণা জানাচ্ছে, এতে ক্ষতি হচ্ছে শিশুদেরই। আর তাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্কুলের সময় পেছানোর জন্য আইন পাসের চেষ্টা চলছে।
কৈশোর বয়ঃসন্ধির প্রভাবে ছেলেমেয়েদের দেহঘড়িতে পরিবর্তন আসে। সাধারণত তারা ঘুমাতে যায় রাত ১১টার পর। কিন্তু সকালে স্কুলে যাওয়ার কারণে তাদের সকালে অনেক আগে উঠতে হয়। ফলে স্বাভাবিক নিদ্রা অভ্যাসে ব্যাঘাত ঘটে। এতে শরীরে ঘুমের অভাব দেখা দেয়, পড়াশোনায় ব্যাঘাত ঘটে। যুক্তরাষ্ট্রের নানা জরিপ ও গবেষণা বলছে, এতে হতাশায় ভুগে, এমনকি মাদকাসক্ত হওয়ার আশঙ্কাও বাড়ে। এদের পড়াশোনা ছেড়ে দেওয়ার পরিমাণও বেশি। এসব কারণেই যাতে দেরিতে স্কুল শুরু করা হয়, সে জন্য আইন পাস করতে চাইছে ক্যালিফোর্নিয়া। আগে স্কুল শুরু করতে গিয়ে ভবিষ্যৎ নষ্ট করার তো কোনো মানে হয় না। 
সূত্র: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।

14th NTRCA Admit Card Download 2017

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড করুন